Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Hajar Chawar Lyrics (হাজার চাওয়ার) Subhamita | Ghalibnama 2 Lyrics - Subhamita Banerjee

Collection Subhamita Banerjee

Hajar Chawar Lyrics (হাজার চাওয়ার) Subhamita | Ghalibnama 2 Lyrics

 Lyrics Forest   576


Hajar Chawar Lyrics (হাজার চাওয়ার) Subhamita | Ghalibnama 2 lyrics (Primary language)

হাজার চাওয়ার এক একটা তেই

ফুরিয়ে যেতে পারি,

হাজার চাওয়ার এক একটা তেই

ফুরিয়ে যেতে পারি,

তবু ও সব ইচ্ছে কি

পুড়িয়ে যেতে পারি ?

হাজার চাওয়ার এক একটাতেই।

 

আদম শুনেছি পাইনি ঠাঁই

বেহেস্তে তাই আমি,

আদম শুনেছি পাইনি ঠাঁই

বেহেস্তে তাই আমি,

তোমার দেওয়া অসম্মান ও

তোমার দেওয়া অসম্মান ও

পুড়িয়ে যেতে পারি,

হাজার চাওয়ার এক একটা তেই।

​​​​​​

ভয় কি আমার কাতিল

তোমায় দোষ দেবে না কেউ,

ভয় কি আমার কাতিল

তোমায় দোষ দেবে না কেউ,

রক্ত হয়ে চোখের জলে

রক্ত হয়ে চোখের জলে

জুড়িয়ে যেতে পারি,

হাজার চাওয়ার এক একটা তেই।

 

বাঁচা মরায় তফাৎ কোথায়

যখন আছে এই প্রেমে,

বাঁচা মরায় তফাৎ কোথায়

যখন আছে এই প্রেমে,

তাকে কাফির মেনেও কি মুখ

ঘুরিয়ে যেতে পারি ?

তবুও সব ইচ্ছে কি

পুড়িয়ে যেতে পারি ?

হাজার চাওয়ার এক একটা তেই

ফুরিয়ে যেতে পারি,

হাজার চাওয়ার এক একটা তেই।

Hajar Chawar Lyrics (হাজার চাওয়ার) Subhamita | Ghalibnama 2 lyrics in English

Hajar chaowar ek ekta tei

Phuriye jete pari

Tobuo sob ichche ki

Puriye jete pari

Hajar chawar ek ekta tei

 

Adom sunechhi paini thai

Beheste taai ami

Tomar deowa asomman o

Puriye jete pari

Hajar chaowar ek ekta tei

 

Bhoy ki amar katil

Tomay dosh debe na keu

Rokto hoye chokher jole

Juriye jete pari

Hazar chawar ek ekta tei

 

Bancha moray tofat kothay

Jokhon ache ei preme

Taake kafir meneo ki mukh

Ghuriye jete pari

Tobuo sob ichhe ki

Puriye jete pari

Hazaar chaowar ek ekta tei